মদ খেয়ে বিল মেটায়নি কলকাতার ‘বাবুমশাই’, মাটিতে ফেলে লাথি, দেখুন Video

কলকাতার সম্ভবত কোনও নাইট ক্লাবের বাইরের ছবি। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কালো টি শার্ট পরে রয়েছে এক যুবক। তাকে মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে। একের পর এক লাথি। কার্যত ফুটবল খেলা হল সেই যুবককে নিয়ে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ক্লাব ম্যানেজারের সঙ্গে এক মদ্যপ যুবকের ঝামেলা। ওই যুবক পুরো টাকা দিতে চায়নি। সেই সঙ্গে ম্যানেজারকে সে অশ্লীল কথা বলে অভিযোগ। আর তারপরই তাকে মাটিতে ফেলে মার।

বেশ অস্পষ্ট সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে ক্লাবের বাইরে কয়েকজন মিলে এক যুবককে মাটিতে ফেলে মারধর করছে। কেউ বাঁচানোর নেই। একের পর এক লাথি। এই ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন বাবুমশাই এমন দাদাগিরি করেছে যে এমন মার দিল।

অপর একজন লিখেছেন পয়সা নেই তো অমন জায়গায় যাও কেন?

 

অপর একজন লিখেছেন সোনার বাংলা। অপর এক নেটিজেন লিখেছেন, একটু তো কম পেটাতে পারতে।

নানা মন্তব্য ভেসে আসছে নেটপাড়ায়। তবে অনেকেই লিখছেন সামলাতে পারো না যাও কেন?

তবে বাস্তবে ঘটনাটি ঠিক কী হয়েছে সেটা বিস্তারিত কিছু জানা যায়নি। এই ক্লাবটি কোথায় অবস্থিত, যুবকের পরিচয় কী সেটাও জানা যায়নি। যুবকের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ভিডিয়োত সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এটা বোঝা যাচ্ছে বেশ অভিজাত ক্লাব। তার বাইরেই এই কাণ্ড!

তবে মদ খেলে বিল না মেটাতে তার পরিণতি কী হতে পারে সেটাই কার্যত উঠে এসেছে ভিডিয়োতে। ভিডিয়োর ক্যাপশানেই উল্লেখ করা হয়েছে এটা কলকাতার ঘটনা। তবে এর আগে দেশের বিভিন্ন মেট্রো সিটিতে এই ধরনের নাইট ক্লাব বা বারের বাইরে এই মারপিটের ছবি দেখা গিয়েছে। সামনেই দুর্গাপুজো আসছে। ফের কী ছবি দেখা যায় সেটাই দেখার।